Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কামারখন্দ, সিরাজগঞ্জ  অবস্থিত। ১৯৯৩ সালে অফিসটি প্রতিষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়টি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  অধিদপ্তরাধীন উপজেলা পর্যায়ের একটি সরকারী দপ্তর। এটি ১৯৯৩ সনে ‘ফিমেল সেকেন্ডারী স্কুল এসিসট্যান্স প্রজেক্ট’ বাস্তবায়নের মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাশ) বা সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান প্রকল্প বাস্তবায়ন, ইবতেদায়ী, দাখিল ও মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা নিরুপন, গ্রহন, সংরক্ষণ এবং বিতরণ করা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসা সমূহের শুন্য পদের সংখ্যা এনটিআরসিএতে প্রদান এবং শিক্ষক নিয়োগ শেষে এমপিও করণ, স্কেল সংশোধন ও উচ্চতর গ্রেড ইত্যাদি প্রদানসহ বেতন সংক্রান্ত যাবতীয আবেদন অনলাইনে উর্ধতন কতৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সুপারভিশন, কর্তৃপক্ষের নির্দেশে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের উদ্দেশ্যে পরিদর্শন করাসহ জনস্বার্থ সংশ্লিষ্ঠ সকল সরকারী কাজকর্ম কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অত্র দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়।