Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

অফিসে যোগাযোগ করে মাধ্যমিক শিক্ষা বিষয়ক সকল সেবা পাওয়া যায়।


কিভাবে পাবেন:

১।প্রতি বছর নভেম্বর মাসে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র ও ছাত্রী অভিভাবকগণ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে বহু প্রশ্ন সম্বলিত ফরম ইউনিয়ন ভিত্তিক উপবৃত্তির জন্য নির্ধারিত কমিটির নিকট জমা দেবে। উক্ত কমিটি ফরম সমূহ যাচাই বাছাই পূবক ঢাকা এল.জি.ই.ডি হেডঅফিসে প্রেরণ করেন। অতপর এল.জি.ই.ডি অফিস সুবিধাভোগী ছাত্র/ছাত্রীদের নামের তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করে।অতপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পিএসসি পাশকৃত যোগ্য ছাত্র/ছাত্রীদের নাম উপবৃত্তি ও টউশন ফি সুবিধার জন্য সেকায়েপ প্রকল্প, ঢাকায় প্রেরণ করে। সেকায়েপ প্রকল্প সুবিধাভোগীদের চুড়ান্ত তালিকা প্রস্তুত করে অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করে।  

২। HSC/ ডিগ্রি কলেজের ক্ষেত্রে ঐ একইভাবে প্রকল্প HSFSP-4 এবং স্নাতক পযায়ের প্রকল্পে ফরম পূরন করে প্রেরণ করতে হয়।

৩।স্কুল ও মাদ্রাসার টিউবওয়েল ও ল্যাট্রিন পাওয়ার ক্ষেত্রে ছক ওচুক্তিবদ্ধ ফরম মাচ হতে এপ্রিল মাসে পূরন করে সেকায়েপ প্রকল্পে প্রেরণকরতে হয়।

৪। স্কুল ও মাদ্রাসায় ছাত্র-ছাত্রিদের মাঝে ৭ম-১০ম এবংএস.এস.সি পযায়ে উদ্দিপনা পুরস্কার এর ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে ফরম পূরনের মাধ্যমে আবেদন দিতে হয়। এক্ষেত্রে প্রতি শ্রেনীর প্রথম রোলধারী ছাত্র-ছাত্রি উদ্দিপনা পুরস্কার ও সনদ পেয়ে থাকে।

৫। ফলাফলের উপর ভিত্তি করে মেধা মেধা অন্বেষন পুরস্কার ও সনদ পেয়ে খাকে।